করোনার জেরে কঠোর সতর্কতা জারি ভারত বাংলাদেশ সীমান্ত এলাকাতে

18th July 2020 4:42 pm অনান‍্য
করোনার জেরে কঠোর সতর্কতা জারি ভারত বাংলাদেশ সীমান্ত এলাকাতে


ভানুময় চন্দ ( ত্রিপুরা ) :  রাজ্যের স্বরাষ্ট্র দপ্তরের পূর্ব সূচি অনুযায়ী ঘোষণা করা ইন্দো-বাংলা সীমান্ত এলাকায় সাত দিনের লকডাউনে চলছে বিশেষ পুলিশি প্রহরা।  সীমান্তের ওই এলাকাগুলোতে শুরু হয় লকডাউন। আর এই ইন্দো-বাংলা সীমান্তের প্রায় কুড়ি কিলোমিটার সীমান্ত রয়েছে কদমতলা থানার অধীনে। গতকাল থেকেই লকডাউন এর প্রভাব শুরু হয়। আর তাতে জোর প্রহরা চলছে পুলিশের। আন্তর্জাতিক ওই সীমান্ত এলাকা রয়েছে তারকপুর, পিয়ারাছড়া, মহেশপুর এবং ব্রজেন্দ্রনগরের কিছুটা অংশ। ওই এলাকাতে হাট-বাজার পুরোপুরি বন্ধ। নেই সাধারণ মানুষের আনাগোনাও। এমনিতে সীমান্ত এলাকাতে রয়েছে কয়েকটি সীমান্তরক্ষী বাহিনীর ক্যাম্পও।তাদের রুটিনমাফিক প্রহরা থাকা সত্ত্বেও অতিরিক্তভাবে কদমতলা থানার পুলিশ নিয়মিত টহল দিচ্ছে ওই এলাকাগুলোতে। কদমতলা থানার ওসি জানান, রাজ্যের স্বরাষ্ট্র দপ্তরের নির্দেশকে যাতে কঠোরভাবে পালন করা যায় সেই উদ্দেশ্যে পুলিশ কাজ করছে। যাতে কোনোভাবেই অবৈধ বাংলাদেশি প্রবেশ করতে না পারে এবং ভারতীয় সীমান্তের বসবাসকারীরাও এলাকাতে ছোটাছুটি করতে না পারে সেদিকে তাদের তীক্ষ্ণ নজর রয়েছে।জেলাশাসকের নেতৃত্বে সমস্ত সীমান্ত এলাকাতে মাইক যুগে প্রচার করা হয়েছে। তাছাড়া বিভিন্ন এলাকাতে পোস্টারিংও করা হয়েছে। 





Others News

এক কোটি টাকার ইয়াবা ট‍্যাবলেট সহ ধৃত ২

এক কোটি টাকার ইয়াবা ট‍্যাবলেট সহ ধৃত ২


ভানুময় চন্দ ( ত্রিপুরা ) : প্রায় এক কো‌টি টাকার নেশা জা‌তীয় ইয়াবা ট‌্যাব‌লেট সহ ক‌রিমগ‌ঞ্জের বাবা হো‌টেল সংলগ্ন মোবারকপু‌রে ধরা পড়ল দুই যুবক।এক গোপন খব‌রের ভি‌ত্তি‌তে তা‌দের‌কে এক‌টি ছোট গা‌ড়ি স‌মেত আটক ক‌রে স্থানীয় সীমান্তরক্ষীর সাত ব‌্যা‌টে‌লিয়‌নের জওয়ানরা।এএস(শূণ‌্য এক)এলসি(আট দুই ছয় নয়)নম্ব‌রের গাড়ীত তল্লা‌শি ক‌রে কু‌ড়ি হাজার ইয়াবা ট‌্যাবলেট উদ্ধার করা হয়।যার বাজার মূল্য প্ৰায় এক কোটি টাকার মত হ‌বে ব‌লে বিএসএফ সু‌ত্রে প্রকাশ।ধৃত‌দের ম‌ধ্যে র‌য়ে‌ছে বরপেটা জেলার ইসমাইল আলী ও হোসেন আলী মিরধা।বৰ্তমানে ধৃত‌দের জেলা সদর থানায় আট‌কে রে‌খে টানা জিঙ্গাসাবাদ চালা‌চ্ছে পু‌লিশ।